Chang`s 5 মিশন চাঁদের মাটিতে চীন
চীনের এই মিশনের উদ্দেশ্য হল ২০৩০ এর মধ্যে চাঁদের মাটিতে একটি ঘাঁটি স্থাপন করা। Chang`e মিশন কতগুলো সিরিজ আকারে সম্পন্ন হয়েছে। এই মিশন শুরু হয়েছিল ২০০৭ সালে।
চাঁদের মাটিতে অনেক কিছু রহস্য আছে যা বিজ্ঞানী রা অনেক আগেই ধারনা করেছিল। যেমন অনেকে ধারনা করে চাঁদে এলিয়েন থাকতে পারে! চাঁদের অন্ধকার দিক কি কি আছে তা এখন ও মানুষের অজানা।