Spread the love

ভারতের পরিবেশ আইন Environmental law 

দক্ষিণ এশিয়ায় অন্যতম ভূ-প্রকৃতিগত বৈচিত্রতম দেশ ভারত । ভারতের একদিকে আছে যেমন মরুভূমি অন্যদিকে আছে তেমনি তুষার আচ্ছাদিত অঞ্চল ।পাহাড় -পর্বত সমতল  ভূমি সবকিছু মিলিয়ে ভারতের ভূ-প্রকৃতি অন্যান্য দেশের চেয়ে আলাদা । দেশটির ভূ-প্রকৃতি বরাবরই দেশটিকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছে ।তাইতো বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই পৃথিবীতে । ভারতের প্রাকৃতিক বৈচিত্র বড় দর্শনার্থীদের জন্য আকর্ষণের নাম। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি দেখতে পারি জমান ভারতে ।দেশটির ভূ-প্রকৃতি বা পর্যটন শিল্প উন্নত হলেও দেশটির অন্যতম বড় বাধা হচ্ছে জনসংখ্যা । যা পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। তাই ভারত সরকার পরিবেশ রক্ষায় বেশকিছু আইন প্রণয়ন করেছে। যা দেশটির পরিবেশ ও প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে ।আজ আমরা ভারত সরকার কর্তৃক প্রণীত পরিবেশ আইন [Environmental law] সম্পর্কে জানব।

ভারত সরকার তাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪২ কোটি ১৬ লক্ষ টাকার তহবিল ঘোষণা করেছেন । যা ভারতের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে । 

ভারতীয় বনভূমি সংররক্ষাণ  আইন  ১৯৮০
ভারতীয় পরিবেশ আইন Environmental law  ১৯৮৬
ন্যাশনাল গ্রীন ট্রিবুনাল অ্যাক্ট  ২০১০
ভারতীয় বনভূমি আইন  ১৯২৭
পশ্চিমবঙ্গ অরণ্য আইন  ১৯৮২
পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন ২০০৬
পশ্চিমবঙ্গ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৫৯
ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন  ২০০২
ভারতীয় জল দূষণ নিয়ন্ত্রণ আইন  ১৯৭৪
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন  ১৯৭২
প্রটেকশন অফ প্লান্ট ভ্যারাইটিজ এন্ড ফার্মার রাইট  ২০০১
ন্যাশনাল ফরেস্ট পলিসি  ১৯৮৮
গঙ্গা পরিকল্পনা  ১৯৮৬
ভারতীয় গন্ডার সংস্করণ আইন   ১৯৯২
দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা আইন  ১৯৮১
ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন  ১৯৯৩
ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন ১৯৭১
পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স আইন ১৯৯১
প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার আয়না ১৯৯৯
বন সুরক্ষা আইন  ১৯৮০

Environmental law

ভারতের পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত কার্যক্রম চলছে । পরিবেশ রক্ষায় ভারতের প্রণীত আইন অন্যান্য দেশের জন্য রোল মডেল হিসেবে আজ করবে  ।