Disaster and Earth Science
দক্ষিণ এশিয়ায় অন্যতম ভূ-প্রকৃতিগত বৈচিত্রতম দেশ ভারত । ভারতের একদিকে আছে যেমন মরুভূমি অন্যদিকে আছে তেমনি তুষার আচ্ছাদিত অঞ্চল ।পাহাড় -পর্বত সমতল ভূমি সবকিছু মিলিয়ে ভারতের ভূ-প্রকৃতি অন্যান্য দেশের চেয়ে আলাদা । দেশটির ভূ-প্রকৃতি বরাবরই দেশটিকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছে ।তাইতো বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই পৃথিবীতে । ভারতের প্রাকৃতিক বৈচিত্র বড় দর্শনার্থীদের জন্য আকর্ষণের নাম। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি দেখতে পারি জমান ভারতে ।দেশটির ভূ-প্রকৃতি বা পর্যটন শিল্প উন্নত হলেও দেশটির অন্যতম বড় বাধা হচ্ছে জনসংখ্যা । যা পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। তাই ভারত সরকার পরিবেশ রক্ষায় বেশকিছু আইন প্রণয়ন করেছে। যা দেশটির পরিবেশ ও প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে ।আজ আমরা ভারত সরকার কর্তৃক প্রণীত পরিবেশ আইন [Environmental law] সম্পর্কে জানব।
ভারত সরকার তাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪২ কোটি ১৬ লক্ষ টাকার তহবিল ঘোষণা করেছেন । যা ভারতের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে ।
ভারতীয় বনভূমি সংররক্ষাণ আইন | ১৯৮০ |
ভারতীয় পরিবেশ আইন Environmental law | ১৯৮৬ |
ন্যাশনাল গ্রীন ট্রিবুনাল অ্যাক্ট | ২০১০ |
ভারতীয় বনভূমি আইন | ১৯২৭ |
পশ্চিমবঙ্গ অরণ্য আইন | ১৯৮২ |
পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন | ২০০৬ |
পশ্চিমবঙ্গ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন | ১৯৫৯ |
ভারতীয় জীববৈচিত্র্য সুরক্ষা আইন | ২০০২ |
ভারতীয় জল দূষণ নিয়ন্ত্রণ আইন | ১৯৭৪ |
ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন | ১৯৭২ |
প্রটেকশন অফ প্লান্ট ভ্যারাইটিজ এন্ড ফার্মার রাইট | ২০০১ |
ন্যাশনাল ফরেস্ট পলিসি | ১৯৮৮ |
গঙ্গা পরিকল্পনা | ১৯৮৬ |
ভারতীয় গন্ডার সংস্করণ আইন | ১৯৯২ |
দুর্যোগ ও বর্জ্য নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা আইন | ১৯৮১ |
ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন | ১৯৯৩ |
ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন | ১৯৭১ |
পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স আইন | ১৯৯১ |
প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার আয়না | ১৯৯৯ |
বন সুরক্ষা আইন | ১৯৮০ |
ভারতের পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত কার্যক্রম চলছে । পরিবেশ রক্ষায় ভারতের প্রণীত আইন অন্যান্য দেশের জন্য রোল মডেল হিসেবে আজ করবে ।