Fiverr (ফাইবার) এ একাউন্ট খুলে আয় করুন ১০০ ডলার!!
যারা ইন্টেরনেট এ আয় করার চিন্তা করছে কিন্তু ভাল পরামর্শ পাচ্ছেন না তাদের জন্য আজকে ইন্টেরনেট এ আয় করার বিস্তারিত জানাব।
Create your account on Fiverr to earn money online
Refer and Get up to $100
বর্তমানে ঘরে বসে আয় করার সব থেকে ভাল প্লাটফর্ম হল ফাইবার।
সামান্য যদি কোন যোগ্যতা থাকে তাই হতে পারে আপনার সব থেকে বড় যোগ্যতা। গড়ে বসে আয় করুন ডলার।বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। যুবক ছেলে মেয়েরা ঘরে বসে লাখ টাকা আয় করছে। তবে আপনি কেন বসে থাকবেন। জেনে নিন কিভাবে তারা ঘরে বসে লাখ টাকা আয় করছে।
চন্দ্রহাস বিশ্বাস, পেশায় একজন ফ্রিলান্সার, মাসে তাঁর আয় হয় ৮০ হাজার থেকে ১ লাক টাকা। তবে কোন কোন মাসে বেশি হয়ে থাকে। পাশ করেছেন ঢাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ব বিদ্যালয় থেকে। বি এস সি অনার্স করার পর থেকেই ফিলাঞ্চিং এ ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেন চন্দ্রহাস।
তাঁর এক বন্ধুর সহযোগিতায় শুরু করেন ডাটা এন্ট্রির কাজ। শুরুতে সামান্য আয় হলেও সে এখন একজন অভিজ্ঞ ফ্রিলান্সার। ২০১৪ সালে শুরু করেন ফ্রিলাঞ্চিং শেখার কাজ। পড়াশুনার পাশা পাশি চলতে থাকে তাঁর অনলাইনে কাজ। ইন্টেরনেট এ আয় বেড়ে যাওয়ায় তাঁর আর পিছু ফিরে তাকাতে হয়নি চেষ্টা করেন নি কোন সরকারি বা প্রতিষ্ঠানে চাকরি করার। তার টিম এই এখন কিছু মানুষ কাজ করছে। নতুন ফ্রিলান্সারদের সম্বন্ধে চন্দ্রহাস বলেন,
” নিষ্ঠা ও ধৈর্যের সাথে লেগে থাকলে সফলতা আসবেই”
ফ্রিলাঞ্চিং এর কাজ করা খুব বেশি কঠিন নয় । যারা অনলাইনে কাজ শুরু করতে চান তারা বসে না থেকে প্রথমেই যে কাজ টি করতে হবে তা হলও ফাইবার এ একটি একাউন্ট খুলে নেয়া। ফাইবার ছাড়া আরও অনেক প্লাটফর্ম রয়েছে, যেমন, Odesk, Upwork, ইত্যাদি।
ডাটা এন্ট্রির কাজ করে ৭০- ৮০ হাজার টাকা আয় করার জন্য যে সব বিষয় ভাল জ্ঞান থাকা দরকার।
Data Entry, Microsoft Excel, Data Mining, Microsoft Office, Microsoft Word Typing, Virtual Assistant, Editing, Internet Research, Dataentry
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত