Grameen Bank O Amar Jibon PDF Muhammad Yunus (মুহাম্মদ ইউনুস) – Grameen Bank O Amar Jiban (গ্রামীণ ব্যাঙ্ক ও আমার জীবন)[আত্মকথা].pdf
মুহাম্মদ ইউনুস বিশ্বাস করেন কোন মানুষ ই দারিদ্র্যের মধ্যে জন্ম গ্রহণের দুর্ভাগ্য নিয়ে জন্ম গ্রহণ করে না। তাকে দারিদ্র্য করে রাখা হয়। তিনি আরও বিশ্বাস করেন যে প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সীমাহীন সৃজনশীলতা ও অপার সম্ভাবনা।
গ্রামীণ ব্যাংক ও আমার গল্প শুধু মাত্র একজন সফল উদ্যোক্তার জীবনের শুরুর গল্প নয় দারিদ্র্য জনগোষ্ঠীর উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। এই বইটিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার গল্প সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।