Colorgeo.com

Disaster and Earth Science

হোলি উৎসব কি রাধা-কৃষ্ণের প্রেমলীলা?

Spread the love

হোলি উৎসব

হোলি উৎসব

হোলি উৎসব নিয়ে অনেক কাহিনী সমাজে প্রচলিত রয়েছে। হিন্দু সমাজের অনেক যুবক যুবতি এখনো জানে না এর প্রকৃত ইতিহাস তবে তারা ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালন করতে ভুলে না। আজ মার্চ মাসের ১৪ তারিখ ২০২৫ সাল। আমাদের বাড়িতে এবং ওদের বাড়িতে আজকের দিনে হোলি উৎসব পালন করা হবে। হোলি উৎসব উপলক্ষ্যে ওর মা বাজার থেকে বিভিন্ন প্রকার রং কিনে এনেছে যাকে বলা হয় আবির।  সেই পাউডার রং গুলো হোলি উৎসব করার সময় একে ওপরের গায়ে মুখে বিশেষ করে মাখিয়ে দেয়া হয়। যে যাকে যে অবস্থায় দেখা পাবে তাকেই আবির মাখিয়ে দিবে। সুযোগ বুঝে অনেকে গোপনে রঙের পিস্কারি ছুড়ে মারে গায়ে। সমস্ত জামা কাপড় মুহূর্তেই রঙ্গিন হয়ে যায়। সাদা কাপড় হয়ে যাবে রঙ্গিন। এ খেলাকে বলা হয় হোলি উৎসব।

বাংলাদেশের প্রতিটি গ্রামে ও শহরে এই অনুষ্ঠান করা হয়। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে হোলি উৎসব একটি অন্যতম উৎসব।

হোলি উৎসবের সূচনা নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি কাহিনী নিচে আলোচনা করা হলো:

রাধা-কৃষ্ণের প্রেমলীলা:

বৈষ্ণবদের মতে, দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপীদের সাথে আবির নিয়ে রঙ খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রার সূচনা।

অন্য একটি বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণ তার নিজের কৃষ্ণ বর্ণের জন্য হীনমন্যতায় ভুগতেন। তাই তিনি রাধাকে বিভিন্ন রঙ মাখিয়ে দিতেন। সেই থেকেই এই উৎসবের শুরু।

হোলিকা দহন:

পুরাণ অনুযায়ী, হিরণ্যকশিপু নামে এক অত্যাচারী রাজা ছিলেন, যিনি বিষ্ণুর ঘোর বিরোধী ছিলেন। তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন এবং হোলিকা আগুনে পুড়ে মারা যান। এই অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে হোলিকা দহন করা হয়, যা হোলি উৎসবের আগের রাতে পালিত হয়।

হোলি উৎসব ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর থেকেই বেশি কিছু?

আমার দৃষ্টিতে হোলি উৎসব ধর্মীয় ও পৌরাণিক কাহিনীর থেকে বেশি কিছু। এই উৎসব যে কেউ করতে পারে। বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, পিতা মাতা সন্তান, ভাই বোন পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম এমনকি সহপাঠীরাও নিজের মধ্যে হোলি উৎসব কে কেন্দ্র করে রং এর আদান প্রদান করতে পারে।

হোলি উৎসবে আবির ছুড়লে মন ভাল থাকে অন্তত ওই মুহূর্তের জন্য আমাদেরকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দিবে। সমস্ত হিংসা, দ্বেষ, সমস্ত কিছু ভুলে আমাদের এক পরম আনন্দে ভরিয়ে দিবে। আমাদের সমাজে মিলে মিশে সবার সাথে বসবাস করার জন্য হোলি উৎসব এক বিরাট ভূমিকা রাখতে পারে । আমরা যেন আমাদের ঐক্য ভুলে না যাই। মানুষ হিসাবে জন্ম নিয়ে আমাদের সবার প্রতি শত্রুতা ভুলে বাঁচতে হবে তবেই আমাদের স্বার্থক জীবন হবে।