Pstu Admission ২০২৫ টেস্ট পরীক্ষায় প্রস্তুতিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জি এস টি ( বি ইউনিট ) ২০২৪- ২৫ সেশন প্রথম বর্ষ সম্মান ( লেভেল-১ সেমিস্টার -১ ) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য আমাকে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করার জন্য বিশ্ব বিদ্যালয় প্রশাসন মনোনীত করেছেন। আমি আজ সকালে যথা রীতি ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য সকাল সাড়ে নয়টায় কৃষি অনুষদে প্রবেশ করলাম।
কৃষি অনুষদের প্রধান গেটে দাঁড়িয়ে রয়েছে কিছু দায়িত্ব প্রাপ্ত সিকিউরিটি অফিসার গার্ড সহ আমি প্রবেশ করলাম। বাইরে অপেক্ষায় পরীক্ষার্থীরা সাথে তাদের মা বাবা । আজ রৌদ্র উজ্জ্বল দিন। আমি পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করব তাই সরাসরি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
Pstu Admission ২০২৫ টেস্ট পরীক্ষায় বিশ্ব বিদ্যালয়ের প্রস্তুতিঃ
কিছু দিন আগে সি ইউনিটের পরীক্ষা হয়েছে সেখানে
Pstu Admission ২০২৫ টেস্ট আহবায়ক কমিটি বিস্তর প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতির অংশবিশেষ আজ চোখে পড়ছে। তেমন কোন আয়োজন নাই আজ। পরীক্ষার্থীর সংখ্যাও খুব বেশি হবে না ।
Pstu Admission ২০২৫ টেস্ট পরীক্ষায় ছাত্র ছাত্রীদের করনীয় কি ?
যথা সময়ে পরীক্ষার হল গেট খুলে দিলে তারা প্রবেশ করবে এবং সঠিক রোল নাম্বার দেখে নির্দিষ্ট রুমের সিটে বসে পড়বে। ছাত্র ছাত্রীদের কোন রকম ইলেক্ট্রনিক ডিভাইস যেমন মোবাইল স্মার্ট ওয়াচ হেড ফোন এমনকি ক্যালকুলেটর ও নিতে দেয়া হয় না। যদি কেউ ভুল করে নিয়ে আসে তবে পরীক্ষার হলে নির্দিষ্ট জায়গা রেখে দিবে স্যারদের তত্ত্বাবধানে।
পরীক্ষা শুরুর পূর্বে হল প্রধান সংক্ষেপে কিছু নির্দেশনা দিবেন কি কি করনীয় রয়েছে। যেমন সঠিক ভাবে OMR শিটের বৃত্ত পূরণ করা। প্রবেশ পত্র সাথে আনা এবং OMR শিট সহ সর্বত্র একই স্বাক্ষর দেয়া ইত্যাদি অতি জরুরি বিষয় গুলো মনে করিয়ে দিবেন হল প্রধান।
More Stories
ইউজিসি গবেষণা/শিক্ষা সহায়ক তহবিল থেকে অনুদান প্রাপ্তির জন্য আবেদন পদ্ধতি অনলাইন সাবমিশন
পবিপ্রবি ক্যাম্পাসের সৌন্দর্য্য
পবিপ্রবিতে অনাবিল সৌন্দর্য্য পূর্ণ ক্যাম্পাস