করুনাকর

অবহেলিত জনপদ করুনাকর গ্রাম শৈলকূপা

Spread the love

অবহেলিত জনপদ করুনাকর গ্রাম শৈলকূপা

করুনাকর

করুনাকর গ্রাম

এটা ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার একটি গ্রাম। চিত্রে যে গ্রাম্য রাস্তা দেখা যাচ্ছে সেটা আমাদের গ্রামের। আমাদের বাড়ির পাশের রাস্তা। করুনাকর গ্রাম একটি কৃষি প্রধান গ্রাম। তবে এই গ্রামে দুই জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর বাড়ি।

একজন ডঃ রমন কুমার বিশ্বাস, অধ্যাপক ও চেয়ারম্যান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়। আর একজন ডঃ বিশ্বজিৎ কুমার,  অধ্যাপক , জগন্নাথ বিশ্ব বিদ্যালয়। ঈদ কিংবা বিভিন্ন সময়ে যখন নিজ গ্রামে আসতে হয় তখন গ্রামের রাস্তার দুর্দশা তাদের চরমে পৌঁছে যায়। কোন বন্ধু বা বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের গ্রামে আনতে লজ্জা লাগে।

গ্রামের রাস্তা যেন গ্রামের ভাব মূর্তি বিনষ্ট করছে । তবে দুর্দশা শুধু তাদের একার নয় এই গ্রামে যারা বসবাস করে তাদেরও । কিন্তু গ্রামের মানুষের যেন গা সয়ে গেছে । তারা এখন এতোটাই বিরক্ত যে আর এসব বিষয়ে কথা বলতে ইচ্ছা করেনা। ঊর্ধ্বতন ব্যক্তিদের বহুদিন বহুবার বলার পর ও কোন উন্নয়ন হচ্ছে না এখানে। অথচ পার্শ্ববর্তী শ্রীপুর, মাগুরা জেলার প্রতিটি গ্রাম এর রাস্তা পাকা।

এসব দেখার যেন কেউ নাই এখানে। অত্র অঞ্চলের মানুষের সবার একটাই দাবি এ রাস্তা যেন অচিরেই পাকা করা হয়।

Author: Author

1 thought on “অবহেলিত জনপদ করুনাকর গ্রাম শৈলকূপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *