অয়ি ভুবন মনো মোহিনী
অয়ি ভুবন মনো মোহিনী , মা
অয়ি নির্মল সূর্য করোজ্জল ধরণী জনক জননী
নীল সিন্ধু জল ধৌত চরণ তল অনিল বিকম্বিত শ্যামল অঞ্চল
অম্বর চুম্বিত ভাল হিমাচল শুভ্র তুষার কিরীটিনী
প্রথম প্রভাত উদয় তব গগণে প্রথম সামবর তব তপোবনে
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী
চির কল্যাণময়ী তুমি ধন্য দেশ বিদেশে বিতরিছ অন্ন
জাহ্নবী যমুনা বিগলিত করুণা পুণ্য পীযুষ স্তন্য বাহিনী।।
ডিসেম্বর ১৮৯৬
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি