গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Iman Chakraborty
অলি বার বার ফিরে যায় অলি বার বার ফিরে আসে
তবে তো ফুল বিকাশে
কলি ফুটিতে চাহে ফোটে না মরে লাজে মরে ত্রাসে
ভুলি মান অপমান দাও মন প্রাণ নিশিদিন রহো পাশে
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয় রতন আশে
ফিরে এসো ফিরে এসো বন মোদিত ফুল বাসে
আজি বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে।।
https://www.youtube.com/watch?v=C7_HEP3ZHFA&t=59s
১৮৮৮ খিঃ
অলি বার বার ফিরে যায় (Liesten on Youtube)
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪