যারা আম খেতে পছন্দ করে তাদের জন্য আম নিয়ে রসিকতা ভালই লাগবে। বাংলাদেশে এত বিচিত্র প্রজাতির আম আছে যে সব আম আপনি এখনো খেতে পাননি। তাই নতুন নতুন আম এর নাম ও ভালো লাগবে খেতে ইচ্ছা করবে। আমাদের বাড়িতে এক প্রজাতির আম ছিল তার নাম নাংলে গাছের আম দেখতে অনেক লম্বা তবে খেতে এতটা ভালো নয়। কাঁচা অবস্থায় টক। আর এক প্রজাতির আম ছিল খুবই সুন্দর দেখতে হলুদের মত রং এবং স্বাদেও হলুদের একটু ঘ্রাণ আছে।
আমের রসিকতা পূর্ণ আমের ফটো দেখতে নিশ্চই ভালো লাগবে। আমাদের দেশের আমের এত বিচিত্র নাম যে কল্পনায় শিল্পীরা সে সব কিছুর সনে আম কে মিশিয়ে দিয়েছেন।
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী