আমার নাম শিল্প। আমি গেম খেলতে পছন্দ করি ।আমার সেরা পছন্দের গেম হল সারভিভাল গেম।এটা অনেক ঝুঁকি পূর্ণ। তাই খেলতে ভাল লাগে। আমি গেম খেলার সময় সবসময় জিততে চাই। আমি যদি না জিততে পারি তবে আমার খুব মন খারাপ হয়। তাই আমি খেলার সময় খুব মনোযোগ দিয়ে খেলি। আমার আর একটি সেরা গেম আছে তার নাম দাবা খেলা। আমি আমার পাপার কম্পিউটারে দাবা খেলি রোবটের সাথে।। আমি প্রায়ই জিতে যাই। রোবট আমার সাথে পারে না। এই খেলা টা খুব মজার কারণ আমি জিতে যাই এজন্য। আমি নতুন তাই দাবা খেলায় রোবট আমার সাথে মনে হয় ইচ্ছা করেই হেরে যায়?
দাবা খেলা এতো সহজ না। আমি বার বার চেক দিয়ে দিয়ে জিতে যাই। আমি মন্ত্রীকে খাওয়ার চেষ্টা করি। আর এটাই আমার জিতে যাওয়ার কৌশল। আমি কিছু কিছু সময় আমি হাতি দিয়ে চেক দেই, কিছু কিছু সময় ঘোড়া দিয়ে চেক দেই। আমি প্রায় প্রতিদিন ই দাবা খেলি পাপার কম্পিউটার দিয়ে। যখন পাপা কাজ করে না তখন। আমি পাপার কাছ থেকেই প্রথম দাবা খেলা শিখেছি।আমার বোন রিয়ানা সে দাবা খেলেনা। ইউটিউবে শুধু মিস্টার বিন দেখে।
আমার খুব বাইরে যেতে ইচ্ছা করে খেলা ধুলা করতে। আমি ফুটবল খেলা পছন্দ করি। আমি বড় হয়ে গোলকিপার হতে চাই। কিন্তু করোনা ভাইরাসের জন্য কেউ বাইরে যাই না। যদি কখন যাই তবে বাসায় এসে ভাল করে দুই হাত সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ধুই। আর একটা গান গাই, আমরা করব জয় আমরা জয় একদিন…।
করোনা ভাইরাস আমাদের সবার জন্য একটা মন খারাপের দিন এনে দিয়েছে। কিন্তু সবাই বাসায় থাকলে করোনা ভাইরাস পালিয়ে যাবে পৃথিবী থেকে। তাই সবার সচেতন হতে হবে। সবাইকে আমি বাইরে যেতে দেখি রাস্তায়। করোনা ভাইরাস এক ধরনের জীবাণু । করোনা ভাইরাস মানুষের শরীরে চলে আসে। তাই দুরে দুরে থাকতে হবে এখন। আমি ঘরে বসে পড়াশুনা করছি। বাবা মার কথা শুনি। আর টিভি দেখি।
More Stories
Bhola cyclone; the devasted Natural Disaster in Bangladesh in 1970
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুগলের শ্রদ্ধা জ্ঞাপন
Is asbestos a carcinogenic