করোনা ভাইরাস কতো দিন সুপ্ত অবস্থায় থাকতে পারে? মানুষের শরীরে প্রবেশের সাথে সাথেই করোনা ভাইরাস COVID-19 রোগের উপসর্গ দেখা দেয় না। সাধারণত ২- ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থা থাকে। এই সময়ের মধ্যে শরীরে করোনা ভাইরাস COVID-19 রোগের উপসর্গ দেখা দেবে।
সম্ভব্য রোগমুক্তির সময়কালঃ ০-২৭ দিন
কিছু গবেষণার ফলঃ
যদিও চীনের হুবেই প্রদেশে গত ২২ ফেব্রুয়ারি ২০২০, করোনা ভাইরাসের সুপ্তবস্থা কাল ২৭ দিন পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে।
অন্যও এক গবেষণায় দেখা গিয়েছে যে কভিড-১৯ রোগের সুপ্ত কাল ১৯ দিন।
তবে বিভিন্ন রোগীদের মধ্যে এর তারতম্য হতে পারে।
সাধারণ গড় সুপ্তকালঃ
৩ দিন ( ০-২৪ দিনের ব্যাবধান; ১৩২৪ জন রোগী)
৫.২ দিন ( ৪.১-৭ দিন; ৪২৫ জন রোগী)
আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে, করোনা ভাইরাসের সুপ্তবস্থা কাল ২-১৪ দিন।
করোনা ভাইরাসের সুপ্তাবস্থা কাকে বলে? (Incubation Period):
একটা সময়কাল যে সময়ের মধ্যে শরীরে করোনা ভাইরাস প্রবেশ করা থেকে শুরু করে কভিড-১৯ রোগের উপসর্গ গুলো প্রকাশ পায়।
করোনা ভাইরাসের সুপ্তাবস্থাঃ
WHO বলেছে কভিড-১৯ সুপ্তাবস্থা ২-১০ দিন।
China’s National Health Commission (NHC) বলেছে ১০-১৪ দিন।
The United States’ CDC বলেছে কভিড-১৯ সুপ্তাবস্থা ২-১৪ দিন
DXY.cn বলেছে, ৩-৭ দিন সর্বোচ্চ ১৪ দিন।
অন্যান্য ফ্লু ভাইরাসের সাথে সুপ্তকাল এর তুলনাঃ
কভিড-১৯ঃ ২-১৪ দিন অথবা ০-২৪ দিন
SARSঃ ২-৭ দিন
MERSঃ ৫দিন (২-১৪ দিন)
Swine Fluঃ ১-৪ দিন
সাধারণ ফ্লুঃ ২ দিন
পড়ুনঃ
স্বাস্থ্য সেবায় নিয়োজিত কারা করোনা প্রতিরোধী মাস্ক ও পোশাক পরতে পারবে কাদের দরকার নাই
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে সব খাবার বাদ দিতে হবে
More Stories
Bangladesh Genocide became the most heinous crime by Pakistani Army in 1971 documented by World Record
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়