Colorgeo.com

Disaster and Earth Science

কি কারণে ভূমিকম্প সংগঠিত হয়

কি কারণে ভূমিকম্প

কি কারণে ভূমিকম্প সংগঠিত হয়

কোন একটি ফাটল বা চ্যুতি তে হটাৎ সরণ হলে একটি ভূমিকম্প ঘটে।  প্লেট টেক্টনিক সর্বদা চলমান কিন্তু যখন কোন ঘর্ষণের কারণে কোন একটি জায়গা গিয়ে আটকে যায় তখন সেখান থেকে চাপ বাড়তে থাকে। যখন সেই চাপ হটাৎ মুক্ত হয় তখন ই ভূমিকম্প সংগঠিত হয়।

সেই সাথে ভূমিকম্পের ফলে বিভিন্ন ধরনের তরঙ্গ প্রবাহিত হয় এগুলোকে বলে P wave এবং S wave তাছাড়া আরও দুই ধরনের তরঙ্গ সৃষ্টি হয় যাকে বলে Reliegh wave এবং Love wave যেগুলো খুব ধ্বংসাত্মক হয়।