Colorgeo

Classroom for Geology and Disaster

ঘুমিয়ে আছে শিশুর পিতা

ঘুমিয়ে আছে শিশুর পিতা
Spread the love

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে

আজকের শিশুরাই আগামী সম্ভাবনা দিনের তারাই হবে সমগ্র জাতি ধারক ও বাহক বর্তমান আজকের শতদল বিকশিত হয় যা থেকে করে তুলবে গরীয়ান। শিশুর মধ্যে অফুরন্ত সম্ভাবনা প্রতিশ্রুতি বীজের মধ্যে যেমন ফসলের সম্ভাবনা তেমনি শিশুর উন্নতির সম্ভাবনা একটি শিশু। একটি জাতীয় উদ্ভিদ আত্মশক্তিতে বলীয়ান হয়ে করে তুলতে চাই উপযুক্ত শিক্ষা ও পরিবেশ। প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে। আমাদের দেশে বহু শিশু অবহেলায় বেঁচে থেকেও মানবেতর জীবন যাপন করে শিশুদের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। তবেই জাতি হবে সার্থক দেশ।  আজকের শিশুরাই আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে।  তাই প্রতিটি শিশুকে উপযুক্ত ভাবে গড়ে তোলা জাতির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।