পথ শিশুদের ইদ
মোঃ ইসমাঈল হোসেন
——————————-
ভাই চল,ব্যাগটি নিয়ে বেড়িয়ে পড়ি আজ,
আজ আমাদের হাতের মুঠোয় অনেক অনেক কাজ।
ঈদের দিনে মাংস পেতে ধনীর বাড়ি যাব,
মাংস দিয়ে তুষ্টি করে পেট টি ভরে খাব।
তাদের কাছে হাত পাতি ভাই অনাহারীর ন্যায়,
কিছু কিছু ধনী মোদের দেয় ফিরিয়ে দেয়।
ফ্রিজের ভেতর মাংসগুলো সাজিয়ে ঘুচিয়ে রাখে,
বছরব্যাপী খায় আর মোদের উপোস রাখে!
কোরবানী কি ভুড়ি ভরে মাংস খাওয়ার নাম?
বৈষম্যের পাল্লায় বুঝি নেই আমাদের দাম।
পথ শিশুদের ইদ
মোঃ ইসমাঈল হোসেন
ফাইন্যান্স বিভাগ,২০১৭-১৮ সেশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত