মোঃ ইসমাঈল হোসেন
——————————-
ভাই চল,ব্যাগটি নিয়ে বেড়িয়ে পড়ি আজ,
আজ আমাদের হাতের মুঠোয় অনেক অনেক কাজ।
ঈদের দিনে মাংস পেতে ধনীর বাড়ি যাব,
মাংস দিয়ে তুষ্টি করে পেট টি ভরে খাব।
তাদের কাছে হাত পাতি ভাই অনাহারীর ন্যায়,
কিছু কিছু ধনী মোদের দেয় ফিরিয়ে দেয়।
ফ্রিজের ভেতর মাংসগুলো সাজিয়ে ঘুচিয়ে রাখে,
বছরব্যাপী খায় আর মোদের উপোস রাখে!
কোরবানী কি ভুড়ি ভরে মাংস খাওয়ার নাম?
বৈষম্যের পাল্লায় বুঝি নেই আমাদের দাম।
মোঃ ইসমাঈল হোসেন
ফাইন্যান্স বিভাগ,২০১৭-১৮ সেশন
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন