মোঃ ইসমাঈল হোসেন
——————————
ছোট কুঁড়ে ঘরে বাঁধি নতুন ঠিকানা,
ছোট ছোট পাতা এনে বিছাই বিছানা।
ছোট ছোট শিশু নিয়ে বাঁধি সেই ঘর,
ছোট প্রজাপতি ধরি ঠোঁটের ভেতর।
দেখিতে শিশুর সুখ নিশিদিনভর,
ঠোঁটের আধার দেই ঠোঁটের ভেতর।
ছোট ছোট পাখা মেলে জড়িয়ে আমায়,
কিচিরমিচির সুরে গাইয়ে শুনায়,
“তুমি যদি না থাক মা,কারে কাছে পাব?
কার মুখের খাবার নিজে নিয়ে খাব?
কে এত বাসিবে ভালো তোমার মতন?
কার মুখ দেখে মোরা জুড়াব নয়ন?
বড় ভালোবাসি,ও মা,বড় ভালোবাসি!”
আমিও তোদের বুকভরে ভালোবাসি।
মোঃ ইসমাঈল হোসেন
ফাইন্যান্স বিভাগ,সেশন:২০১৭-১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী