মোঃ শাকিল
——————
পদ্মা মেঘনা নিজ ধারায় বহমান
কোটি হৃদয়ে তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
স্বাধীন দেশে স্বাধীন প্রাণ
করেছো তুমি আমায় দান
এর পেছনে শুধুই তোমার অবদান
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।।
সারা বিশ্বের বিশ্ব নেতা তুমি
মিশে আছো
আবাল-বৃদ্ধ-বনিতা সকল প্রাণ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
বাংলার চাষা,মুটে-মজুর
কেউ ছিল না তোমার পর
ছিল তোমার আপনের আপন
দু’হাত ভরে করেছো দান
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
মোঃ শাকিল
২য় বর্ষ,সংস্কৃত,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী