ঘূর্ণিঝড় বা Cyclone সিডর।
যাকে ইংরেজিতে বলা হয়, Super cyclonic storm sidr শ্রীলঙ্কান ভাষা সিংহলি থেকে সিডর শব্দটি এসেছে যার অর্থ চোখ l সিডর মূলত ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের নাম । এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আকৃতি প্রকার মত হওয়ার কারণে এর নাম সিডর দেওয়া হয়েছিল । এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে চতুর্থ নামকৃত ঘূর্ণিঝড় । এই ঘূর্ণিঝড়ের আরেকটি নাম হচ্ছে, Tropical cyclone 06B .যা ইতিহাসে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম l সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী একে ৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেয়া হয়েছিল ।
Cyclone সিডর কত তম Cyclone?
সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫ টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোন Cyclone সংঘটিত হয়েছিল । তার মধ্যে মারাত্মক পাঁচটি ঘূর্ণিঝড়রের মধ্যে সিডর অন্যতম।
Cyclone বাঘূর্ণিঝড় সিডর এ বাংলাদেশের ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ১৫ ই নভেম্বর ২০০৭ সালে আঘাত হেনেছিল । আবহাওয়া অধিদপ্তরের মতে ঘূর্ণিঝড় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। এই ভয়ঙ্কর সিডরের তাণ্ডবে বাংলাদেশের উপকূলে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল । ১৩ নভেম্বর থেকেই সারা দেশের আকাশে মেঘ ঘনীভূত হতে থাকে । সেই সময় আবহাওয়া অধিদপ্তর সারাদেশে ৫ নম্বর বিপদ সংকেত প্রজ্ঞাপন করেন । এক সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে এই সম্ভাবনার কারণে সারাদেশে ১৪ নভেম্বর রাতে ৮ নম্বর বিপদ সংকেত জারি করা হয় ।ফলশ্রুতিতে রাতের মধ্যেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র গুলো মানুষের ভরে যায় । পরের দিন ( ১৫ ই নভেম্বর ) সিডর ধেয়ে আসতে থাকে বাংলাদেশ উপকূলের দিকে ।
সন্ধ্যাবেলার সঙ্গে সঙ্গে সিডরের ও গতি বাড়তে থাকে । সিডর বাংলাদেশের প্রথম আঘাত হানে সুন্দরবনের দুবলার চরে রাত ৯ টার দিকে । এরপর সিডর ধ্বংসযজ্ঞ চালায় খুলনা ,বরিশাল ,বাগেরহাট,পিরোজপুর, পটুয়াখালী ,ভোলা ,সাতক্ষীরা, লক্ষ্মীপুর ঝালকাঠিসহ দেশের অন্তত ৩১ টি জেলায় । সিডরের তাণ্ডবে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হয় । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় । ফলে সারা দেশে এক বিপর্যয় নেমে আসে । সিডরের তাণ্ডবের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের আর বরগুনা ।
সরকারি মতে, বাগেরহাটে নিহতের সংখ্যা ছিল ৯০৮ জন এবং আহত হন অন্তত ১১ হাজার ৪২৮ জন । বরগুনা জেলায় নিহত সংখ্যা ছিল ১৩৪৫ জন এবং নিখোঁজ ছিলেন প্রায় ১৫৬ জন । বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ,মংলা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল । এ সময় তীব্র সুপেয় পানির সংকট দেখা যায় এবং বিভিন্ন পানিবাহিত রোগ চারিদিকে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে । সিডর আক্রান্ত এলাকার পর্যাপ্ত জায়গার অভাবে মানুষদের গণকবর দেয়া হয় । দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক লাশের পরিচয় পর্যন্ত পাওয়া যায়নি ।
এমনকি পর্যাপ্ত কাপড়ের অভাবে ও মরদেহ পলিথিনে মুড়ে দাফন করা হয়েছিল সেই সময় । সিডর তাণ্ডবের একমাস পরেও ধানক্ষেত, বেরিবাধ বিভিন্ন জঙ্গল, নদীর চর থেকে লাশ এবং লাশের অংশবিশেষ এবং কঙ্কাল উদ্ধার করা হয় । যা ছিল বিভীষিকাময় । সরকারি পরিসংখ্যান মতে এই সিডরে মোট নিখোঁজের সংখ্যা ছিল ১০০১ জন । অনেকেই সিডর আঘাত হানার অনেকদিন পর বাড়িতে ফিরে আসেন।
Cyclone সিডরে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৯ বছর পর বাড়িতে ফিরে আসেন আলী সোহেল নামের (২৮)এক যুবক কিন্তু তখন তার কোন বাকশক্তি ছিল না । বরগুনা জেলার তালতলী উপজেলার তেঁতুলবেড়িয়া গ্রামের ছেলে হানিফ সিডর হানার প্রায় ১০ বছর পর বাড়িতে ফিরে আসেন । তখন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন । এই সিডরের তাণ্ডব ছিল বর্ণনাতীত ভাষায় লিখে প্রকাশ করা কোনভাবেই সম্ভব না। এই সিডরের তাণ্ডব যে কতটা ভয়াবহ ছিল সেটা পশ্চিমা মিডিয়া গুলোর দিকে তাকালেই ভালোভাবে বোঝা যায় ।
পশ্চিমা মিডিয়া গুলো এই সিডরকে – ‘ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অব হারিকেন উইন্ডস’ হিসাবে আখ্যায়িত করেছিল । তবে একদিক দিয়ে আমাদের ভাগ্য ভালো যে, সমুদ্রের উপকূলের পানি বেশি প্লাবিত হয়নি । যদি হতো তাহলে মৃত্যুর সংখ্যা আরো কয়েকগুণ পর্যন্ত হতে পারত।
সিডর বাংলাদেশের ইতিহাসে একটি অভিশাপের নাম । সিডর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তবুও একটু সচেতনতা প্রাণহানির সংখ্যা কমাতে পারে । আমাদের সকলেরই উচিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকা।
More Stories
Russell Viper নিধন কেন সমাধান নয়?
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪