ভবে মানুষ শুরু নিষ্ঠা যায়
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাঁওড় খাল
সর্বস্থলে একই এক জল।
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাই
মানুষে মিশিয়ে হয় বেদান্তর।।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে।
যেজন দিব্যজ্ঞানী হয়
সেহি জানতে পায়
কলি যুগে হলো মানুষ অবতার।।
বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসে ধন নিকটে পায়।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর।।
Please follow and like us: