স্বপ্ন আমার জন্য নয়

স্বপ্ন আমার জন্য নয়

Spread the love

স্বপ্ন আমার জন্য নয়

মুমতা হেনা মীম
———————
কতকিছুই আগলে রাখার সাধ জাগে,
রাখতে আর পারি কই?
কত ইচ্ছা,কত শখের কবর আজ পরিত্যক্ত।
কত যে বাসনা ছিল,অপূর্ণই রয়ে গেল।
গভীর রাতে যখন কারো সাথে
একান্ত সময় কাটানোর ইচ্ছা পোষণ করেছি,
আমার ইচ্ছাকে পায়ের তলায় পিষ্ট করে,
তার প্রস্থান ঘটে সূর্য ডোবার আগেই।

একদিন স্বপ্ন দেখেছিলাম তার হাতে হাত রেখে
অনন্তকাল সীমাহীন এক পথে চলবো,
অভিশপ্ত এ মনের ইচ্ছা পোষণের ফলেই
সে পথ কানা গলিতে রূপান্তরিত হলো!
শুনশান রাস্তায় নিয়ন আলোয় তার মুখোমুখি বসবো বলে
যখনই স্বপ্ন দেখেছি,
ল্যাম্পপোস্ট ভাঙ্গার শব্দেই স্বপ্ন ভঙ্গ হলো!
দুজনে তাঁরা দেখবো বলে উত্তর আকাশে যখনই তাকাই,
পোড়া চোখে কেবল দেখি তারার পতন!

কখনো মনোরম পরিবেশে সময় কাটাবো কল্পনা করতেই
নিজেকে আবিষ্কার করি স্যাঁতসেঁতে অন্ধকার কুঠুরিতে।
কখনো ভাবি সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে ভিজবো দুজন,
সেদিন বিদ্যুৎ চমকায়,বাজ পরে ছাই করে দেয় সব আশা!
মনের খাঁচায় যে পাখির উপস্থিতি কামনা করি,
সেখানে অকস্মাৎ শকুনের আবির্ভাব ঘটে,
হৃদয় খুবলে খুবলে খায়,রক্তক্ষরণ হয়।

প্রেমের দেবতার কাছে স্বর্গীয় প্রেম ভিক্ষা করেছিলাম,
সে আমার জন্য প্রেরণ করেছিলো নরকের অনল দগ্ধ পীড়ন।
স্পষ্টই বুঝে গিয়েছিলাম স্বপ্ন,ইচ্ছা,প্রেম কিছুই আমার জন্য নয়!
তাও শেষবারের মতো প্রতীক্ষা করেছিলাম তার উষ্ণ চুম্বনের জন্য!
সেই শেষরাতে মৃত্যুর শীতল স্পর্শ আমার ওষ্ঠে মিলেছিলো।

স্বপ্ন আমার জন্য নয়
স্বপ্ন আমার জন্য নয়

স্বপ্ন আমার জন্য নয়

মুমতা হেনা মীম
১ম বর্ষ,অর্থনীতি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *