Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

স্বাধীনতা অর্জনের চেয়ে
Spread the love

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

 যে কোন জাতি স্বাধীন নিয়ে সূর্যকে ছিনিয়ে আনা অতি কষ্টকর এবং তা কষ্ট করে ওই রক্ষা স্বাধীন মানুষের অমূল্য কোন মানুষ মানুষই পরাধীন বেছে চায়না স্বাধীনতা অত্যন্ত তাই মানুষ তার জন্য আন্দোলন করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের জন্য অবর্ণনীয় দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় এবং অমূল্য জীবন বিসর্জন এর মাধ্যমে স্বাধীনতা আসতে পারে কারণ স্বার্থমগ্ন শক্তিশালী শাসকেরা সহজে কোন জাতিকে স্বাধীনতা দান করে না বহুকষ্টে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই ছিনিয়ে আনতে হয় স্বাধীনতা অর্জিত হলে সংগ্রাম শেষ হয়ে যায় না তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম সংগ্রাম আরো বেশি ত্যাগ তিতিক্ষা ও শক্তি-সামর্থের প্রয়োজন হয় কারণ স্বাধীন দেশের ভেতরে ও বাইরে শত্রুর অভাব নেই এরা সুযোগ এর সন্ধানে সর্বক্ষণ তৎপর থাকে যেকোনো সময় সুযোগ পেলে হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতা কে ধ্বংস করে দিতে পারে সুতরাং সমস্ত প্রতিক্রিয়াশীল মীরজাফর চরিত্রের হিংসাত্মক দৃষ্টি থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব সচেতন নিবেদিতপ্রাণ ও দেশ প্রেমিক না হলে স্বাধীনতাকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়েও কঠিন ও দুরূহ কাজ স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে প্রানপন চেষ্টা করা উচিত