অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে
অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে
তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে
নতুন সৃষ্টি জাগল বুঝি জীবন পরে
বাজে বলেই বাজাও তুমি সেই গরবে
ওগো প্রভু আমার প্রাণে সকল সবে
বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নতুন তারা ব্যথ্যায় ভরে।।
১৩ আশ্বিন ১৩২১ (১৯১৪)
অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে Video;
অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে
তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে
নতুন সৃষ্টি জাগল বুঝি জীবন পরে
বাজে বলেই বাজাও তুমি সেই গরবে
ওগো প্রভু আমার প্রাণে সকল সবে
বিষম তোমার বহ্নি ঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নতুন তারা ব্যথ্যায় ভরে।।
১৩ আশ্বিন ১৩২১ (১৯১৪)
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার