অনেক কথা বলেছিলাম কবে
অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে
কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে
বৃষ্টি ধারার ঝরঝরে ঝাউ বাগানের মর্মরে
ভিজে মাটির গন্ধে হটাত সেই কথা সব মনে আনে
আগ্রহায়ন ১৩২৯ (১৯২২)
রবীন্দ্র সঙ্গীত
অনেক কথা বলেছিলাম কবে
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি