অনেক কথা বলেছিলাম কবে
অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে
কত নিশীথ অন্ধকারে কত গোপন গানে গানে
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে
ঘুম ভেঙ্গে তাই শুনি যবে দীপ নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে
বৃষ্টি ধারার ঝরঝরে ঝাউ বাগানের মর্মরে
ভিজে মাটির গন্ধে হটাত সেই কথা সব মনে আনে
আগ্রহায়ন ১৩২৯ (১৯২২)
রবীন্দ্র সঙ্গীত
অনেক কথা বলেছিলাম কবে
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে