অনেক দিনের আমার যে গান
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও কোন বাতাসে
যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে
যার আশা আজ শূন্য হল কি সুর জাগাও তাহার আশে
সকল গৃহ হারাল যার তোমার তানে তারি বাসা
যার বিরহে নাই অবসান তার মিলনের আনে ভাষা
শুকালো যেই নয়ন বারি তোমার সুরে কাঁদন তারি
ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দুর আকাশে
পৌষ ১৩৩৬ (১৯৩০)
অনেক দিনের আমার যে গান
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪