Colorgeo.com

Disaster and Earth Science

অনেক দিনের আমার যে গান

Spread the love

অনেক দিনের আমার যে গান

অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে

তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও  কোন বাতাসে

যে ফুল গেছে সকল ফেলে গন্ধ তাহার কোথায় পেলে

যার আশা আজ শূন্য হল কি সুর জাগাও তাহার আশে 

সকল গৃহ হারাল যার তোমার তানে তারি বাসা

যার বিরহে নাই অবসান তার মিলনের আনে ভাষা 

শুকালো যেই নয়ন বারি তোমার সুরে কাঁদন তারি 

ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দুর আকাশে

অনেক দিনের আমার যে গান

পৌষ ১৩৩৬ (১৯৩০)

অনেক দিনের আমার যে গান

 

রবীন্দ্র সঙ্গীত