গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর রবীন্দ্র সঙ্গীত
শিল্পীঃ শ্রীকান্ত আচার্য
=======================
অনেক দিনের শূন্যতা মোর
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌন বানীর তন্ত্র আমার জাগাও সুধারবে
বসন্ত সমীরে তোমার ফুল ফুটানো বানী
দিক পরানে আনি
ডাক তোমার নিখিল উৎসবে
মিলন শতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবন তলে
সবার সাথে মিলাও আমায় ভুলাও অহংকার
খুলাও রুদ্ধুদার
পূর্ণ করো প্রণতি গৌরবে।।
অনেক দিনের শূন্যতা মোর
===========================
৩ মাঘ ১৩৩৪ (১৯২৮)
অনেক দিনের শূন্যতা মোর
https://www.youtube.com/watch?v=jfgDSiKGcG0
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি