গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
রবীন্দ্র সঙ্গীত
======================
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
আমার বাসনা তবু পুরিলনা
দিন দশা ঘুচিলনা অশ্রুবারি মুছিল না
গভীর প্রাণের তৃষা মিটিল না
দিয়েছ জীবন মন
প্রাণ প্রিয় পরিজন
সুধাস্নিগ্ধ সমীরণ নীলকান্ত অম্বর শ্যাম শোভা ধরণী
এতো যদি দিলে সখা আরও দিতে হবে হে
তোমারে না পেলে আমাই ফিরিবনা ফিরিবনা
===========================
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি