গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
রবীন্দ্র সঙ্গীত
======================
অনেক দিয়েছ নাথ
আমায় অনেক দিয়েছ নাথ
আমার বাসনা তবু পুরিলনা
দিন দশা ঘুচিলনা অশ্রুবারি মুছিল না
গভীর প্রাণের তৃষা মিটিল না
দিয়েছ জীবন মন
প্রাণ প্রিয় পরিজন
সুধাস্নিগ্ধ সমীরণ নীলকান্ত অম্বর শ্যাম শোভা ধরণী
এতো যদি দিলে সখা আরও দিতে হবে হে
তোমারে না পেলে আমাই ফিরিবনা ফিরিবনা
===========================
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে