অন্ধকারের উৎস হতে

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

Spread the love

গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর রবীন্দ্র সঙ্গীত

শিল্পীঃ Swagatalakshmi Dasgupta


অন্ধকারের উৎস হতে

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো 

সেই তো আমার আলো 

সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো 

সেই তো আমার ভালো

পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ 

সেই তো আমার গেহ

সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ

সেই তোমার স্নেহ

সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান

সেই তো তোমার দান

মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ

সেই তো তোমার প্রাণ

বিশ্ব জনের পায়ের তলে ধূলিময় যে ভূমি

 সেই ৎ স্বর্গ ভূমি

সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি

সেই তো আমার তুমি 

অন্ধকারের উৎস হতে


২৯ আশ্বিন ১৩২১ ( ১৯১৪)

অন্ধকারের উৎস হতে

রবীন্দ্র সঙ্গীত

 
 
Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *