গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর রবীন্দ্র সঙ্গীত
শিল্পীঃ Swagatalakshmi Dasgupta
অন্ধকারের উৎস হতে
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো আমার আলো
সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো
সেই তো আমার ভালো
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তো আমার গেহ
সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ
সেই তোমার স্নেহ
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
সেই তো তোমার প্রাণ
বিশ্ব জনের পায়ের তলে ধূলিময় যে ভূমি
সেই ৎ স্বর্গ ভূমি
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
সেই তো আমার তুমি
২৯ আশ্বিন ১৩২১ ( ১৯১৪)