অন্ধকারের মাঝে আমায়

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাত

Spread the love

গীতিকার ও সুরকারঃরবীন্দ্র নাথ ঠাকুর

শিল্পীঃ Swagatalakshmi Dasgupta


অন্ধকারের মাঝে আমায়

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাত

কখন তুমি এলে হে নাথ মৃদু চরনপাতে

ভেবেছিলেম জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি

আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে

যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো

তারি মাঝে তুমি তোমার দ্রুব তারা জ্বালো

তোমার পথে চলা যখন ঘুচে গেল দেখি তখন

আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে

অন্ধকারের মাঝে আমায়


পৌষ ১৩১৮ (১৯১০-১৯১১)

অন্ধকারের মাঝে আমায়

 

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *