অপেক্ষা
মো: আহনাফ শাকিল (সেনা) চৌধুরী
——————————————-
তুমি বৃষ্টি হয়ে ফিরে এসো
আজ ভিজিয়ে দাও আমায়,
শুন্য হৃদয় পূর্ণ হউক
তোমার অফুরন্ত প্রণয়।
রং তুলিতে আঁকতে পারিনি
তোমার চাঁদ মুখের হাসি,
হৃদয় মাঝে রেখেছি হায়
তোমার অনন্য প্রতিচ্ছবি।
তোমায় ছুইতে ব্যর্থ আমি
হেটেছি অনেকটা সারণি,
তোমার জন্যই আজো বসে
অপেক্ষার শেষ হবে জানি।
তোমার মাঝে দেখি আমায়
অনুভবে তুমি থাকো যেন,
আমার নিঃশ্বাসের আনাগোনা
তোমার চরণ অবিরত।
অপেক্ষা
মো: আহনাফ শাকিল (সেনা) চৌধুরী
নীলফামারী।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন-২য় সংখ্যা
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (২য় সংখ্যা)
সমতা
Artwork; এক নারীর গল্প
Artwork; সহযোগিতা
Artwork; জীবনের শিকড়
শিল্প কর্ম আর্ট ওয়ার্ক সব গুলো একত্রে ক্যাটাগরি
বাংলায় পড়ুন সবগুলো একত্রে ক্যাটাগরি
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে