গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Susmita Patra
অবেলায় যদি এসেছ আমার
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায় ক্ষণে
গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝরে ঝরে যায়
তাই দিয়ে হার কেন গাঁথা হায় লাজ বাসি তাই মনে
চেয়ো না চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন কোনে
এসো এসো কাল রজনী অবসানে প্রভাত আলোর দ্বারে
যেয়ো না যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়
চির নবীনের যদি ঘটে জয় সাজি ভরা হয় ধনে
নিয়ো না নিয়ো না মোর পরিচয়
এ ছায়ার আবরণে।।
আষাঢ় ১৩৩২ (১৯২৫)
অবেলায় যদি এসেছ আমার
https://www.youtube.com/watch?v=veorL5lqXHI
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি