গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ Shantideb Ghosh
অমল ধবল পালে লেগেছে মন্দ
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া
কোন সাগরের পাড় হতে আনে কোন সুদূরের ধন
ভেসে যেতে চায় মন
ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু দেয়া ডাকে
মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে
ওগো কাণ্ডারি কে গো তুমি কার হাসিকান্নার ধন
ভেবে মরে মোর মন
কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া
৩ ভাদ্র ১৩১৫ (১৯০৮)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি