অয়ি বিষাদিনী বীণা আয় সখি গা লো সেই সব পুরনো গান
অয়ি বিষাদিনী বীণা আয় সখি গা লো সেই সব পুরনো গান
বহুদিনের লূকান স্বপনে ভরিয়া দে না লো আধার প্রাণ
হাঁ রে হত বিধি মনে পড়ে তোর সেই একদিন ছিল
আমি আরয লক্ষ্মী এই হিমালয় এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল
আমি অর্জুনেরে আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তন দান
এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ন গান
আজ অভাগিনী আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লূকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি
পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া
কাঁদিতে কেহ দেয় না বিধি
হায় রে বিধাতা জানে না তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু অশ্রুধারা কত না করিত সন্তান আমার
কত না শোণিত দিত ঢালি
অয়ি বিষাদিনী বীণা আয়
১৮৭৮ খিঃ
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪