অরূপ বীণা রূপের আড়ালে
গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ সুচিত্রা মিত্র
অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে
সে বীণা আজি উঠিল বাজি হৃদয় মাঝে
ভুবন আমার ভরিল সুরে ভেদ ঘুচে যায় নিকটে দুরে
সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে
হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাধন
গেল কেটে আজ সফল হল সকল কাঁদন
সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা সেই তো পাওয়া
বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে
অরূপ বীণা রূপের আড়ালে
মাঘ ১৩২৬
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার