গীতিকার ও সুরকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অশান্তি আজ হানল একি দহন জ্বালা
বিঁধল হৃদয় নিদয় বানে বেদন ঢালা
বক্ষে জ্বালায় অগ্নি শিখা চক্ষে কাঁপায় মরীচিকা
মরণ সুতোয় গাঁথল কে মোর বরন মালা
চেনা ভুবন হারিয়ে গেল স্বপন ছায়াতে
ফাগুন দিনের পলাশ রঙের রঙ্গিন মায়াতে
যাত্রা আমার নিরুদ্দেশে পথ হারানোর লাগল নেশা
অচিন দেশে এবার আমার যাবার পালা
১৯৩৯ খিঃ
অশান্তি আজ হানল একি দহন জ্বালা (Listen on Youtube)
More Stories
Clip Art Banner of Papiya Sawar
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪