আনন্দ লোকে মঙ্গলা লোকে

আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর

Spread the love

আনন্দ লোকে মঙ্গলা লোকে

আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর

মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে 

বিশ্ব জগত মনি ভূষণ বেষ্টিত চরণে

গ্রহ তারক চন্দ্র তপন ব্যকুল দ্রুত বেগে 

করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে

ধরণীর পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা

ফুল পল্লব গীতগন্ধ সুন্দর বরনে 

বহে জীবন রজনীদিন চির নুতুন ধারা 

করুণা তব অবিশ্রাম জনমে মরণে

স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ

কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপ হরণে 

জগতে তব কী মহোৎসব  বন্দন করে বিশ্ব 

শ্রী সম্পদ ভুমাস্পদ নির্ভয়শরণে।।

আনন্দ লোকে মঙ্গলা লোকে


ফাল্গুন ১২ ৯৯ ( ১৮৯৩)

আনন্দ লোকে মঙ্গলা লোকে

রবীন্দ্র সঙ্গীত

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *