আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না ।
অনাসে দেখতে পাবি
কোনখানে সাইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সুক্ষজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরুপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্ল নদীর সুখ সরবোর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কি কারখানা
More Stories
ভালবাসা ও মায়া কোনটি সেরা?
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)