আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
এক তারাটির একটি তারে গানের বেদন ব্যয়িতে নারে
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
এ তার বাঁধা কাছের সুরে ঐ বাঁশি যে বাজে দুরে
গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্ব হৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে
তাম্র সুরে সুর মেলাতে
আষাঢ় ১৩২৬ (১৯১৯)