Colorgeo.com

Disaster and Earth Science

আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে

Spread the love

আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে

আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে এবং ৪০% মানুষ কোন ধরনের বিনিয়োগ করতে অপারগ। বিষয় টা চিন্তার। কিসের লোভ মানুষ আমেরিকায় স্থায়ী হতে চায়? দেশে না খেয়ে থাকলেও শান্তির। বিখ্যাত বান্ড তারকা এক্সট্রিম ফ্যাশনেবল সিঙ্গার বিপ্লব সেও নাকি ট্যাক্সি চালায় আমেরিকায়? যেখানে কোনো সম্মান নাই সেখানে না থাকাই ভালো। সম্মান অর্থ দিয়ে কেনা যায় না। নিজ ভূমি ছেড়ে বিদেশ সর্বদাই পরদেশ যেখানে সমাজের নিচু স্তরেই বসবাস করা লাগে। স্থায়ী জব থাকলে কিছুটা বুক ফুলিয়ে চলা যায় পরদেশে।

লেখাটার বিষয় বস্তু আসলে আমাএরিকার মানুষের যে টাকা নাই বা আছে এটা উদ্দেশ্য নয়। আমরা বাংলাদেশি যে দেশেই যাই না কেন আমাদের কাজ করে খেতে হবে। পৃথিবীর কথাও কাজ না করে কেউ খেতে দিবে না। বাংলাদেশে আমাদের বাবার বারি অথবা শ্বশুর বাড়ি অন্তত এক সপ্তাহ বসে বসেই আরামে পায়ের উপর পা তুলে জামাই আদরে খেতে পারব। পৃথিবীর অন্যও কোথাও কি এটা সম্ভব? হয়ত না । তাই বিদেশ সর্বদাই মন কষ্টের। আমার দাদু বলত বিদেশে গিয়ে মানুষ ছাতা মেরামতের কাজ করে। এত নিম্ন কাজ।

আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে

দেশে থেকে অনেক কাজ রয়েছে যা মাথা উঁচু করে করা যায়। শুধু মেধা আর বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে।

তাই বিদেশ কেন দেশ ই সেরা। বাংলাদেশের অনেক নাম করা সঙ্গীত শিল্পী নামকরা নাটক এর অভিনেতা বিদেশ গিয়ে অনেকটা একাকী জীবন যাপন করছে । সুদূর আমেরিকা থেকেই তারা আবার সোশাল মিডিয়াতে তাদের ভিডিওর মাধ্যমে দেশের জনগণের ভালবাসা পাবার চেষ্টা করছে। যেখানে তারা দেশে থাকতে খুব সম্মানের সাথে দর্শকের ভালবাসা পেতে পারতেন। মা বাবা ছেড়ে বিদেশ যারা যায় তাদের মত হতভাগ্য আর কে আছে?