আয় তবে সহচরী
আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
পাশরিব ভাবনা পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভোরই দিবা নিশি মনো প্রাণ
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
ঢাল ঢাল শশধর
ঢাল ঢাল জোছনা
সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি
উলসিত তটিনী
উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ।।
১২৮৬ বঙ্গাব্দ (১৮৮২)
রবীন্দ্র সঙ্গীত
আয় তবে সহচরী
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার