মারুফ আহমেদ
——————
নিঃসঙ্গ তারাদের মতো
একাকিত্বে আজ অসহায়ত্ব নেমেছে মগজে, দুপাশে-চারিদিক।
দখিনা দুয়ারে বসন্তের বাতাস আসে রিক্ততার;
কৃষ্ণচুড়ার প্রথম প্রহর যেন,
আমার রক্তাক্ত শরীরে আঁকা
তীব্র প্রতিশোধের জ্বলন্ত অগ্নিশিখা।
ক্রমাগত পুড়ছি,দাবানলে ছাই হয়ে উড়ছে
আমার পুড়ে যাওয়া ক্ষত-বিক্ষত হৃদয়,
অ্যাকুয়াস হিউমার গলে মিশছে
ক্ষয়ে যাওয়া দগদগে মাংসে,
রক্তে আমার সমস্ত চেতনায়।
কি বিভৎস এ বেঁচে যাওয়া!
যুদ্ধের মতো মরে-পুড়ে ফেরা; মৃত্যুর আগে পাখিরা যেমন মরে, আমার নিঃশ্বাসে বাঁচা ও দখিনা দুয়ার যেন নরকের এক জ্বলন্ত ভাগাড়।
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে