ধীরে ধীরে ধীরে বও
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
নিশিথিরাতের বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও
আমি প্রদীপ শিখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি
মনের কথা কানে কানে মৃদু মৃদু কও
তোমার দুরের গাঁথা তোমার বনের বানী
ঘরের কোনে দেহো আনি
আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে
সেই কথাটি তোমার কানে চুপি চুপি লও।।
ধীরে ধীরে ধীরে বও লিরিক্স
২১ মাঘ ১৩২৯ ( ১৯২৩)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি