নারীর সম্মান

নারীর সম্মান

Spread the love

নারীর সম্মান

মো: সাব্বির হাসান
———————-
স্বাধীন স্বাধীন স্বাধীন আমি
স্বাধীন আমার দেশ।
দু’লক্ষ মা বোনের ইজ্জৎ এর বিনিময়ে
পেয়েছি স্বাধীন দেশ।
তবু কেনো স্বাধীন দেশে
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ।
এই কি আমার স্বাধীন দেশ?

তখনও ছিলো এখনও আছে,
ধর্ষণ আর নিপীড়ন।
তবে কবে বলো নির্মূল হবে
নারীর প্রতি অসম্মান?
নারীর গর্ভে জন্ম নিয়ে
করি না কখনও নারীকে সম্মান।
ধর্ষণ নয় ধর্ষক কমাও
ফিরিয়ে আনো নারীর সম্মান।

ধর্ষণের শাস্তি হোক সর্বোচ্চ কঠিন
প্রজন্ম থেকে প্রজন্ম যেন মনে রাখে
ধর্ষণের শাস্তি কঠিন।
আর নয় এদেশে ধর্ষণ, নিপীড়ন
আর নয় কোনো নারীর অসম্মান।

আমি বলি কেবল অপরাধীকে নয়,
অপরাধকে শাস্তি দাও।
তাহলে কমবে ধর্ষণ, নিপীড়ন
নারী হবে মহীমাময়।

 

নারীর সম্মান

মো: সাব্বির হাসান
ব্যবস্থাপনা (২০১৮-১৯)
ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ।
প্রকাশিত: ‘বর্ণালী’ মাসিক ম্যাগাজিন, অক্টোবর সংখ্যা, ২০২০

নারীর সম্মান
নারীর সম্মান
Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *