প্রাগৈতিহাসিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা ৪৬০ কোটি-বর্তমান সময়
ভূতাত্ত্বিক সময়কে ইরা ও পিরিয়ড এ ভাগ করা হয়েছে যে গুলো ১৮৩০ থেকে ১৮৪০ সালের দিকে নামকরণ করা হয়েছে।
৪৬০ কোটি বছরঃ পৃথিবীর সৃষ্টি
৩৬০ কোটি বছরঃ প্রথম প্রাণের সন্ধান
২৪০ কোটি বছরঃ প্রথম ব্যাকটেরিয়ার সন্ধান
১৮৫ কোটি বছরঃ প্রথম ইউক্যারিওটিক কোষের সন্ধান যার দ্বারা মানুষের শরীর গঠিত।
৫৩.৫ কোটি বছরঃ প্রথম মাছ
৪৮.৫ কোটি বছরঃ প্রথম হাড় বিশিস্ঠ প্রাণী
৪২.৫ কোটি বছরঃ সব থেকে পুরাতন গাছ
৩৮.০ কোটি বছরঃ প্রথম মাকড়শা
৩৭.৫ কোটি বছরঃ প্রথম উভচর যেমন ব্যাঙ
৩২.০ কোটি বছরঃ প্রথম কনিফার গাছ
২২.৫ কোটি বছরঃ প্রথম ডাইনোসর
২১.৫ কোটি বছরঃ প্রথম স্তন্যপায়ী প্রাণী
১৫.৫ কোটি বছরঃ প্রথম পাখি
১২.৫ কোটি বছরঃ ফুল ধরে এমন প্রথম গাছ
৬.৫ কোটি বছরঃ প্রথম প্রাইমেট। মানুষের পূর্ব পুরুষ। ডাইনোসর বিলুপ্তির পর পরই কাঠবিড়ালি জাতিও কিছু গেছো প্রাণীর উদ্ভব হয়।
৬.৫- ৫.৫ কোটি বছরঃ কনিফার জাতিও গাছগুলোর অধিক বৃদ্ধি পায়।
৬.৫- ৫.৫ কোটি বছরঃ অতি দ্রুত বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয়।
৬.৫ কোটি বছরঃ বর্তমান মেক্সিকোতে উল্কাপাত
৬.০ কোটি বছরঃ প্রথম মাংসাশী স্তন্যপায়ী প্রাণী।
৬.০ কোটি বছরঃ রকি পর্বতের উৎপত্তি।
৫.৫ কোটি বছরঃ প্রথম ঘাস
৫.৫ কোটি বছরঃ প্রথম তিমি, প্রথম ঘোড়া, প্রথম খরগোশ।
৫.0 কোটি বছরঃ পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের কার্বনডাই অক্সাইড ছিল বর্তমান পৃথিবীর দুই গুন বেশি ও অক্সিজেন ছিল বর্তমান অক্সিজেন এর ২৩%।
৩.৫ কোটি বছরঃ প্রথম কুকুর সদৃশ প্রাণীর আবির্ভাব।
৩.০ কোটি বছরঃ বানরদের থেকে এপ (নরবানর) প্রজাতির প্রাণীর মধ্যে বৈচিত্র্যতা বৃদ্ধি।
৩.০ কোটি বছরঃ প্রথম বিড়াল
৩.০ কোটি বছরঃ আল্পস পর্বতের উত্থান শুরু।
২.৮ কোটি বছরঃ প্রথম বৃহদাকার স্থলভাগের স্তন্যপায়ী প্রাণী।
২.৫ কোটি বছরঃ প্রথম হরিণ
২.০ কোটি বছরঃ হিমালয় পর্বতের উত্থান শুরু।
১.৯ কোটি বছরঃ আফ্রিকা মহাদেশে নরবানরদের বংশবৃদ্ধির আধিক্য।
১.৪- ১.০ কোটি বছরঃ (প্রাইমেটস)নরবানরগুলো আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে। আল্পস পর্বতের উত্থান শুরু।
১.০ কোটি বছরঃ দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে উত্তরে সরে যেতে থাকে।
৮০ লক্ষ বছরঃ ইউরোপের সাথে ধাক্কা লেগে, আফ্রিকা মহাদেশর উত্তরে সরে যাওয়ার গতি থেমে যায়।
৬৫ লক্ষ বছরঃ প্রথম সম্ভব্য মানুষের পূর্বপুরুষ।
৬০ লক্ষ বছরঃ পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমান তাপমাত্রার সদৃশ হয়।
৫০ লক্ষ বছরঃ বৃহৎ আকারের তৃণভোজী ও মাংসাশী প্রাণীর উত্থান।
৫০ লক্ষ বছরঃ তেথিস সাগরের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হওয়া।
৪২ লক্ষ বছরঃ প্রথম অস্ট্রেলপিথেসিয়ান্স মানুষের আবির্ভাব। ২ লক্ষ বছরঃ প্রথম আধুনিক মানুষের আবির্ভাব।
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত