Colorgeo.com

Disaster and Earth Science

Spread the love

প্লেট টেকটনিক থিওরি

পৃথিবীর সমস্ত ভুখন্ড একটা জায়গায় ছিল। এটাকে বলে পান্জিয়া মহাদেশ। প্লেট টেকটনিক থিওরি বলে, পান্জিয়া মহাদেশের প্লেটগুলো ৫৭ কোটি বছর পর থেকে দৃশ্যমান রুপে একে ওপরের থেকে সরে যেতে শুরু করে, যা আজ অবধি গতিশীল। এর ফলে পান্জিয়া মহাদেশ ভেঙে ৭ টি মহাদেশ হয়েছে। যদি ও এটা নিয়ে আরও গবেষণা করা যায়। পৃথিবীর বর্তমান ৭ টি মহাদেশ যে এক সময় এক জায়গায় ছিল তার আরও প্রত্যক্ষ অনেক প্রমান আছে। 

প্লেট টেকটনিক কি প্রমাণ করে?

প্রমাণ হিসাবে বলা যায়, বর্তমান আমেরিকার  একই প্রানী গুলোর জীবাষ্ম ইউরোপ মহাদেশেও  পাওয়া যায়। বর্তমান দক্ষিন আমেরিকার এক প্রকার প্রানীর জীবাষ্ম অস্ট্রেলিয়া তে পাওয়া যায়।  এসব ঘটনা  প্লেট টেকটনিক থিওরি দিয়ে প্রমাণ করা যায় কারণ এক সময় পৃথিবীর সমস্ত প্লেট গুলো এক জায়গা ছিল তাই প্রাণী গুলো বিচরণ করতো এজন্যই আমেরিকা ও ইউরোপে একই প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়।

প্লেট টেক্টনিক আবিষ্কারের পূর্বে মানুষ এসব জানত না। বর্তমান সময় এমন একটি ঘটনা ঘটে চলেছে চুপিসারে আমরা মানুষ এর উপলদ্ধি করতে পারছি না। আফ্রিকা মহাদেশ দুই ভাগ হয়ে সমুদ্র সৃষ্টি হতে চলেছে। বিস্তারিত পড়ুন


আফ্রিকা মহাদেশ দু ভাগ হতে শুরু করেছে


প্লেট টেকটনিক


প্লেট টেকটোনিক কি? কেনো জানা দরকার?


মানুষ কি ভূমিকম্প সৃষ্টির কারণ হতে পারে? কিভাবে ভূমিকম্প প্রতিরোধ করা যায়?


কি কি কারণে ভূমিকম্প সংগঠিত হয়


ট্রিয়াঙ্গাল অফ লাইফ Triangle of life কাকে বলে ভূমিকম্পের সময় কি এটা মেনে চলা উচিত?


পানির খনিজ রহস্য