বরিষ ধরা মাঝে শান্তির বারি
বরিষ ধরা মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছ দাঁড়াইয়ে
ঊর্ধ্ব মুখে নরনারী
না থাকে অন্ধকার
না থাকে মোহপাপ
না থাকে শোক পরিতাপ
হৃদয় বিমল হোক
প্রাণ সবল হোক
বিধ্ন দাও অপসারি
কেন এ হিংসা দ্বেষ কেন এ ছদ্মবেশ
কেন এ মান- অভিমান
বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে
জয় জয় হোক তোমারি।।
বরিষ ধরা মাঝে লিরিক্স
জ্যৈষ্ঠ ১২৯১ (১৮৮৪)
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার