বরিষ ধরা মাঝে শান্তির বারি
বরিষ ধরা মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছ দাঁড়াইয়ে
ঊর্ধ্ব মুখে নরনারী
না থাকে অন্ধকার
না থাকে মোহপাপ
না থাকে শোক পরিতাপ
হৃদয় বিমল হোক
প্রাণ সবল হোক
বিধ্ন দাও অপসারি
কেন এ হিংসা দ্বেষ কেন এ ছদ্মবেশ
কেন এ মান- অভিমান
বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে
জয় জয় হোক তোমারি।।
বরিষ ধরা মাঝে লিরিক্স
জ্যৈষ্ঠ ১২৯১ (১৮৮৪)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি