বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র- ১ম খণ্ড- ১৫তম খণ্ডে মোট পৃষ্ঠা ১১৬৭১ টি।
বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিল পত্র মোট ১৫ খণ্ডে রচিত। এখানে প্রথম খণ্ডের হু বহু কপি দেয়া হল। এই প্রথম খণ্ড মোট ১৩ টি চ্যাপটার আছে। আর প্রথম চ্যাপটার এ বাংলাদেশের ইতিহাসের ১৯০৫ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঘটনা বর্ণিত আছে। যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পট ভূমি। ১৫ তম খণ্ডে বাংলাদেশের স্বাধীনতার পূর্ণ বিজয় ও তৎ পরবর্তী ঘটনা প্রবাহ দেয়া আছে।
More Stories
সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে: বুক সামারি
আমেরিকার ৭৭% মানুষ নাকি টাকার সমস্যা আছে
বন্ধু যখন বই ও কম্পিউটার