ফিরে এলো বিকাশ কুইজ কনটেস্ট! বিজয়ের মাসে, কুইজ খেলে লেনদেন করলেই ২০০ টাকা বোনাস! ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিয়ে ডিসেম্বর জুড়ে বিকাশ অ্যাপ থেকে লেনদেন করলেই পাচ্ছেন এই বোনাস জেতার সুযোগ। প্রতিদিন প্রথম ১৯৭১ জন পাচ্ছেন ২০০ টাকা! আপনিও কুইজে অংশ নিয়ে বোনাস জিতে নিন এখনই!
কুইজ খেলতে ভিজিটঃ https://bkash.com/quiz/public/
• কুইজ চলবে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত•
কুইজে অংশ নেয়ার একমাত্র ওয়েবসাইটঃ https://bkash.com/quiz/public/
• কুইজের বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.bkash.com/bn/bijoy-quiz
বিজয়ের মাসে বিকাশ অ্যাপ কুইজ জিততে হলে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হল যত কম সময়ে ৩ টি সহজ প্রশ্নের উত্তর দিতে পারবেন তত বেশি জেতার সম্ভাবনা। অবশ্যই স্মার্ট ফোন দিয়ে খেলতে হবে। খেলা শেষ হলে কিছু লেনদেন করতে হবে তা না হলে বাতিল হবে কন্টেস্ট।
সকল শর্ত মেনে আপনি যদি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন এবং যেকোনো লেনদেন বিকাশ অ্যাপ থেকে করে থাকেন সেক্ষেত্রে বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী ২ কার্যদিবসের (শুক্র,শনি ও সরকারি ছুটির দিন ব্যাতিত যেকোনো দিন) মধ্যে বিজয়ীদের বিকাশ একাউন্টে বিকাশ ই-মানি আকারে পুরস্কারের ২০০ টাকা পৌছে যাবে।আপনি https://www.bkash.com/quiz/public/ এই লিংক এ প্রবেশ করে লিডার বোর্ড অপশন থেকে কুইজের বিজয়ীদের তালিকা দেখতে পারবেন।
এখন প্রশ্ন হতে পারে আমি কী একদিনে একবারই অংশগ্রহণ করতে পারবো??? যদি একাধিক বার অংশগ্রহণ করতে পারি এবং একাধিকবার সঠিক উত্তর দিয়ে থাকি তবে কোন উত্তরটা গ্রহণযোগ্য হবে??
উত্তর; ১ ডিসেম্বর, ২০২০ থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ (ক্যাম্পেইন সময়কাল)-এর মধ্যে যতবার খুশি কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ২০০ টাকা (পুরস্কার) জেতার সুযোগ পাবেন। প্রতিদিন দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ১৯৭১ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক কেবল এক বারের জন্য পুরষ্কার জিতে নিতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/bijoy-quiz
প্রথমবার অ্যাপ এ সফলভাবে বিকাশ একাউন্ট লগইন করলে পাবেন ২৫ টাকা বোনাস। এছাড়া একাউন্ট খুলে প্রথমবার বিকাশ অ্যাপ এর মাধ্যমে ২৫ টাকা মোবাইল রিচার্জ করলেই পাবেন ৫০টাকা ক্যাশব্যাক।নির্ধারিত সময়ে বোনাস না পেয়ে থাকলে আপনার সমস্যাটির সমাধান পেতে livechat.bkash.com এর মাধ্যমে সরাসরি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ই-মেইল করুন support@bkash.com এ।
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে