Colorgeo

Classroom for Geology and Disaster

বৃষ্টির ছোঁয়া

Spread the love

বৃষ্টির ছোঁয়া

ফাতেমা মিতু
—————–
অনেকদিন পর বৃষ্টি নেমেছে
আর এই বৃষ্টি ছুঁয়েছে আমার শরীর;
সেই মুহূর্তটা ছিলো ভালোলাগার;
কারণ তখন আমি তোমার স্পর্শ অনুভব করেছি।
হঠাৎ আবার বৃষ্টির ফোঁটা আমার ঠোঁট স্পর্শ করে;
তখন মনে হয় তোমার ঠোঁট
এসে মিশেছে আমার ঠোঁটে;
ঠিক তখনই তোমাকে আমার পাশে অনুভব করি।
হঠাৎ আবার পাগলামি ঠেকে মাথায়;
চোখ বন্ধ করে মুখ আকাশের দিকে করি;
চোখের চশমাটা ঘোলাটে হয়ে যায়;
ঠিক আমার আবছা ভবিষ্যতের মতো।
এমন বৃষ্টির দিনে সেই আগের বৃষ্টির কথা মনে পড়ে যায়,

তখন সময়টা একটু অন্যরকম ছিল;
তখন তুমি আমার পাশে ছিলে;
একসাথে,গাড়িতে হাতটা ধরে রাখতে আমার।
সত্যিই,এই স্মৃতিগুলো মনে পড়লে
মনের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফোঁটে।
তখন বৃষ্টিকে চিৎকার করে ধন্যবাদ জানাই।
আর আমার মন চিৎকার করে বলে,
“আমি ভালোবাসি তোমাকে,
হ্যাঁ,অনেকটা ভালোবাসি”

বৃষ্টির ছোঁয়া
বৃষ্টির ছোঁয়া

বৃষ্টির ছোঁয়া

ফাতেমা মিতু
১ম বর্ষ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (১ম সংখ্যা)