ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নারে
বুঝি গো রাত পোহাল
বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিল গগন পারে
সমুখের ঐ হেরি পথ তোমার কি রথ পৌঁছাবে না মোর দুয়ারে
আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষ হারা
বসে রয় রাত প্রভাতের পথের ধারে
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে
প্রভাতের পথিক সবে
এলো কি কলরবে
গেল কি গান গেয়ে ঐ সারে সারে
বুঝি বা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে।।
ভেঙ্গে মোর ঘরের চাবি লিরিক্স
পৌষ ২০ ১৩২৪ (১৯১৮)
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি